

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাঁতের অপারেশন সম্পন্ন হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা খাতুনের তত্ত্বাবধানে খালেদা জিয়ার দাঁতের অপারেশন সম্পন্ন হয়।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে দন্ত অনুষদে এই অপারেশন সম্পন্ন হলে দুপুর পৌনে দুটায় অপারেশন শেষে কেবিনব্লকে ফিরিয়ে আনা খালেদা জিয়াকে।
এরআগে বেলা সোয়া ১টার দিকে খালেদা জিয়াকে তার কেবিন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ইউনিটে নেওয়া হয়।
আইএ/পাবলিক ভয়েস