সামীম আফজালের নিয়োগ কেন বাতিল হবে না- জানতে চেয়ে মন্ত্রণালয়ের শোকজ

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৯

পাবলিক ভয়েস: ‘ক্ষমতার অপব্যবহার’ করার অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে কারণ দর্শাতে বলা হয়েছে। এছাড়াও দুর্নীতির অভিযোগে কেন সাময়িক বরখাস্ত করা হবে না এবং তার নিয়োগ কেন বাতিল করা হবে না-  তা জানতে সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে মহাপরিচালককে।

ক্ষমতার অপব্যাবহার করে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদারকে সাময়িক বরখাস্ত করার অভিযোগে তাকে এ শোকজ করে ধর্ম মন্ত্রণালয়। শোকজের পাশাপাশি মুহাম্মদ মহীউদ্দিন মজুমদারকে সাময়িক বরখাস্ত করার আদেশও বাতিল করা হয়েছে।

সম্প্রতি বাইতুল মোকরম মসজিদ মার্কেটে এক ব্যবসায়ী অবৈধভাবে দোকার বড় করলে পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার তা বন্ধ করে দেন। পরে ওই ব্যাবসায়ী পরিচালককে দেখে হুমকি দেন। দোকান আবার চালু করলে পরিচালক মহীউদ্দিন পুলিশ এনে ফের তা বন্ধ করেন। ওই ঘটনারপর গত ৩০ মে মহীউদ্দিন মজুমদারকে সাময়িক বরখাস্ত করেছিলেন মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

এরই প্রেক্ষিতে ওই বরখাস্তের আদেশ বাতিল করতে গত ৩ জুন ধর্মপ্রতিমন্ত্রীর কাছে আবেদন করেন মহীউদ্দিন মজুমদার।  সেই আবেদনের পর সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করে সামীম আফজালকে শোকজ করা হয়।

পর্যালোচনা করে কিছু ‘অনিয়ম’ এবং ‘বেআইনি’ বিষয় নজরে আসে বলে চিঠিতে জানানো হয়েছে।

গত রোববার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (সংস্থা) মো. জিয়া উদ্দিন ভূঞা বলেন, ক্ষমতা বহির্ভূত, বেআইনি, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে করা সাময়িক বরখাস্তের আদেশটি বাতিল করা হলো।

চিঠিতে আরো বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস ধর্ম প্রতিমন্ত্রী। মহীউদ্দিন মজুমদারকে সাময়িক বরখাস্তের আদেশের ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের অনুমোদন নেওয়া হয়নি।

এছাড়া ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার আগে ধর্ম প্রতিমন্ত্রীর মৌখিক সম্মিতিও নেওয়া হয়নি। আত্মপক্ষ সমর্থনের সুযোগও মহীউদ্দিন মজুমদার পাননি।

এ কারণে মহাপরিচালকের দেওয়া সাময়িক বরখাস্তের আদেশটি ‘বে-আইনি, অসৎ উদ্দেশ্য প্রণোদিত ও অকার্যকর’ বলে চিঠিতে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এছাড়া তার বিরুদ্ধে কিছু ‘সুর্নিদিষ্ট’ অভিযোগের বিষয়ে তদন্ত করে দুদক গত ৭ মে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে ইতোপূর্বে নিয়োগ, পদোন্নতি, ক্রয় কার্যক্রমসহ নানা কাজে দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

/এসএস

মন্তব্য করুন