দেবহাটায় সংবর্ধিত হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নয়ন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

মুজাহিদ হোসেন, খুলনা: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নব-নির্বাচিত সহ-সভাপতি, দেবহাটার কৃতি সন্তান খালেদ হোসেন নয়নকে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলার পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বত:ষ্ফুর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে ছাত্রলীগ নেতা খালেদ হোসেন নয়নকে সংবর্ধনা প্রদান করা হয়।

দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটিতে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদিকুর রহমান, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব লোকমান কবীর, শ্রমিক লীগের সভাপতি আবু তাহের প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

/এসএস

মন্তব্য করুন