
ভাড়া নিয়ে বিতর্ক হয় বাসে। এ নিয়ে যাত্রীকে মারপিটও করে বাসের হেলপার। গন্তব্যে পৌঁছে বাসটির পথরোধ করার চেষ্টা করে যাত্রী। এসময় দ্রুত গতিতে যাত্রীকে রাস্তায় পিষে যায় বাসের চালক। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই যাত্রী।
পাবলিক ভয়েস: গাজীপুরে বাসচাপা দেয়া সেই বাস চালক রোকন উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার ময়মনসিংহের ধোবাউরা থেকে তাকে গ্রেফতার করে জয়দেবপুর থানা পুলিশ।
জয়দেবপুর থানা পুলিশ বিষয়টি নিশশ্চিত করে জানায়, বাস চালক রোকন ওই এলাকার সীমান্ত দিয়ে ভারতে যাবার চেষ্টা করছিলো।
গত শুক্রবার (৭ জুন) ঈদের ছুটিতে স্বামীকে নিয়ে ময়মনসিংহে বাবার বাড়ি যান পারুল আক্তার। রোববার সকালে স্বামী সালাহ উদ্দিনকে নিয়ে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারের ভাড়া বাড়িতে ফিরতে ময়মনসিংহ থেকে ‘আলম এশিয়া’ বাসে উঠেন।
পথে বাসের ভাড়া নিয়ে স্বামীর সঙ্গে হেলপারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাসের ভেতরেই স্বামী সালাহ উদ্দিনকে মারধর করেন বাসের হেলপার। এসময় মুঠোফোনে বাঘের বাজার এলাকার স্বজনদের ঘটনা জানান সালাহ উদ্দিন।
পরে বাসটি বাঘের বাজারে পৌঁছালে সালাহ উদ্দিন নেমে বাসের গতিরোধের চেষ্টা করেন। এ সময় সালাহ উদ্দিনকে চাপা দিয়ে চালক দ্রুতগতিতে বাসটি নিয়ে ঢাকার দিকে চলে যায়। এতে ঘটনস্থলেই নিহত হয় সালাহ উদ্দিন।
পারুল আক্তার বলেন, সালাহ উদ্দিন যখন গাড়ি থেকে নেমে যান তখন আমি নামতে চাইলে হেলপার বাধা দেন। পরে আমাকে নিয়ে বাসটি চলতে শুরু করে। এ সময় কান্নাকাটি শুরু করলে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হোতাপাড়া ফু-ওয়াং কারখানার সামনে নিয়ে বাসের গতি কমিয়ে আমাকে ফেলে দেন হেলপার।
গত রোববার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত যাত্রীর নাম সালাহ উদ্দিন আহমেদ (৩৫)। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার আতাউর রহমান মেম্বারের বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। স্থানীয় স্কটেক্স অ্যাপারিয়াল কারখানার গাড়ি চালক ছিলেন। ঢাকার আলুবাজারের মৃত শাহাব উদ্দিনের তার পিতা।
সংশ্লিষ্ট খবর…
‘ভাড়া বিতর্কে রাস্তায় যাত্রী পিষে হত্যা; আটক হয়নি চালক-হেলপার’
/এসএস

