দক্ষ শ্রমিক নিবে জাপান, শিগগির খুলবে দুবাইয়ের শ্রমবাজার: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুন ১০, ২০১৯

পাবলিক ভয়েস: দক্ষ শ্রমিক নিবে জাপান। বাংলাদেশ থেকে জাপান দক্ষ কর্মী নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এলক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রমও শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, জাপান বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া শিগগিরই দুবাইয়ের শ্রম বাজার পুরোপুরি খুলে যাবে বলে তিনি জানান।

এসময়  বিদেশি সংস্থাগুলোর আপত্তিতে রোহিঙ্গাদের ভাষাণচরে সরিয়ে নেয়ার কাজ আটকে আছে জানিয়ে মন্ত্রী বলেন, ভাষাণচর প্রস্তুত করে রাখা হয়েছে, অনুমতি পেলেই প্রথম ধাপে এক লাখ রোহিঙ্গা সেখানে নেয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী জাপান সফর করেন। সেখানে বেশ কিছু বিষয়ে জাপান সরকারে সাথে ঐক্যমতে আসেন। জাপান সফর সফল উল্লেখ্য করে গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও জানান।

/এসএস

মন্তব্য করুন