সবাই চায় রোহিঙ্গা ফেরত যাক কিন্তু মায়ানমার চায় না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯

পাবলিক ভয়েস ডেস্ক: বিশ্বের সবাই চায় রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে ফেরত যাক। কিন্তু মায়ানমার সরকার তা চায় না। আপনার দেখেছেন, আমরা চুক্তি করেছি কিন্তু তারা এগোয়নি। আমরা চেষ্টা করছি আশা করি রোহিঙ্গা নিজ দেশে ফেরত যাবে।

সোমবার ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা ইস্যুতে জাপানের মতো চিন বাংলাদেশের পাশে পাওয়ার জন্য ব্যক্তি সম্পর্ক কাজে লাগানো কিংবা চিন সফরের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে রোহিঙ্গা ইস্যুতে জাপান বাংলাদেশের পাশে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী জুলাইয়ে চিন সফরের কথা রয়েছে।

চিনের মহামান্য প্রেসিডেন্ট আমাকে দাওয়াত করেছেন সেখানে সামার সামিটেও দাওয়াত আছে। জুলাইয়ে চিন সফরে যাবো এবং রোহিঙ্গা ইস্যুতে কথা বলবো।

শেক হাসিনা বলেন, জাপান সফর যেমন আমরা সফল হয়েছি চিনেও হবো। ইতোপূর্বে আমার দাওয়াত ছিলো। কিন্তু সেই সময় সম্ভবত আমাদের পার্লামেন্টের জরুরি কিছু বিষয় ছিলো যে জন্য যেতে পারিনি। তবে এবার যাবো।

সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল ৫টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফরসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

/এসএস

মন্তব্য করুন