ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়ার নিরাপত্তার বিষয়ে সরকার যথেষ্ট সতর্ক। বিএনপির এখন এসব বিষয় নিয়ে কথা বলা ছাড়া আর কোন ইস্যু নেই।
শনিবার ধানমন্ডি ৩/এর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন কাদের।
বঙ্গবন্ধু মেডিকেলে পেট্রলবোমা পাওয়ার বিষয়টি একটি বিচ্ছিন্ন উল্লেখ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ ও সরকার সন্ত্রাসবাদের বিষয়ে তৎপর রয়েছে। সরকার এ ব্যাপারে কিন্তু শঙ্কিত নয়।
এদিকে আগামী ২৩ শে জুন পালিত হবে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে নেয়া হয়েছে মাসব্যাপাী কর্মসূচী। সারা দেশে জেলা ও উপজেলায় পালিত হবে মাসব্যাপী এ কর্মসূচি- জানিয়েছেন ওবায়দুল কাদের।
/এসএস

