
পাবলিক ভয়েস: প্রত্যাহার করা হয়েছে প্রধানমন্ত্রী আনতে যাওয়া বিমানের পাইলট ফজল মাহমুদকে। ত্রিদেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে কাতার গিয়েছিলো বাংলাদেশে এয়ারলাইন্সের বিমান বোয়িং ৭৮৭। এর পাইলট ফজল মাহমুদের পাসপোর্ট সঙ্গে না থাকায় কাতার ইমিগ্রেশন তাকে আটক করে।
এদিকে প্রধানমন্ত্রীকে আনতে গেলে নিয়মানুয়ী পাইলটকে কমপক্ষে একদিন আগে পৌঁছে বিশ্রাম করতে হবে। এজন্য ধারণা করা হচ্ছিলো ফজল মাহমুদই প্রধানমন্ত্রীকে নিয়ে আসবেন। সেজন্য তার পাসপোর্টও পাঠানো হয়েছিলো কাতারে।
তবে জানা যায়, এ নিয়ে লেখালেখি ও সংবাদ প্রকাশ হওয়া আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে ফজল মাহমদু। সেজন্য তাকে প্রত্যাহার করার কথাও শোনা যায়।
শেষ পর্যন্ত বিমান সচিব মহিবুল হকের নির্দেশে পাইলট ফজল মাহমুদকে ভিভিআইপি ফ্লাইট থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তার পরিবর্তে প্রধানমন্ত্রীকে আনতে পাঠানো হচ্ছে ক্যাপ্টেন আমিনুলকে।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে বিমানের দোহাগামী নিয়মিত একটি ফ্লাইটে ক্যাপ্টেন আমিনুল (বিজি-০২৫) সেখানে যাচ্ছেন। তিনিই দোহায় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষারত বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি পরিচালনা করবেন।
প্রসঙ্গ, ত্রিদেশীয় সফর শেষে আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। ফিনল্যান্ড থেকে কাল কাতার হয়ে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। কাতার এসে তিনি বাংলাদেশে বিমানের বোয়িং ৭৮৭-এ চড়বেন।
/এসএস

