
পাবলিক ভয়েস: তৃতীয়বারের মতো কারান্দী অবস্থায় ঈদ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দূর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন এর আগে গত বছর ঈদুল ফিতর এবং ঈদুল আযহা কারাবন্দী অবস্থায় কাটিয়েছেন।
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে হাসতাপালেই ঈদ করেন খালেদা জিয়া। হাসপাতালের ৬২১ নম্বর কক্ষে স্বজনদের সঙ্গে ঈদের খাবর খান তিনি।
কারা কর্তৃপক্ষ এদিন খালেদা জিয়ার সাত নিকটাত্মীয়কে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি দেয়। তারা হলেন, খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ভাই প্রয়াত সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভীক এস্কান্দার এবং ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের মেয়ে তামান্না হক। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু এবং প্রয়াত আরাফাত রহমানের শাশুড়ি মোখরেমা রেজা।
বেলা ১টায় খালেদা জিয়ার এই সাত স্বজনকে বিএসএমএমইউর ছয় তলায় নিয়ে যাওয়া হয়। দাপ্তরিক প্রক্রিয়া সেরে তাদের ঢুকতে দেওয়া হয় খালেদা জিয়ার কেবিনে।
স্বজনরা পোলাও, মুরুগির রোস্ট, রেজালাসহ বিভিন্ন মাছে ভাজা নিয়ে নিয়ে যান খালেদা জিয়ার জন্য। এছাড়াও দুধ-সেমাই ও মিষ্টিও ছিলো। স্বজনরা গোলাপ ফুলের তোড়া দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার স্বজনরা পৌনে ৩টায় হাসপাতাল থেকে বেরিয়ে যান।
তবে বিএনপি নেতারা দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি পাননি জানিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
/এসএস

