
ঢাকায় ঈদ জামাত : নানান নাটকীয়তার পর অবশেষ আগামীকাল বুধবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষে সরকারীভাবে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ এই ঘোষণা দেন।
ঈদের নামাজের জামাতের প্রস্তুতি বিভিন্ন ঈদগাহ কর্তৃপক্ষ আগে থেকেই নিয়েছিলো। জানানো হয়েছে কখনো কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দেখে নেয়া যাক ঢাকাসহ সারাদেশের শহরের বড় জামাতগুলো কখন হবে।
ঢাকায় ঈদ জামাত: ঢাকায় জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল মোকাররমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট, সংসদ প্লাজায় সকাল ৮টা, নয়াপল্টন জামে মসজিদে সকাল ৮টা, ধানমন্ডি ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টাঢ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ২০৩টি স্থানে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৮ টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
শোলাকিয়া: দেশের সর্ববৃহত ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ১৯২তম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। বন্দুকের গুলির আওয়াজের মাধ্যমে কাল সকাল ১০টায় ঈদের জামাত শুরু হবে।
রাজশাহী: হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, মুহাম্মদপুর টিকাপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭টা ও ৮টা, রাজশাহী সিটি করপোরেশনের ২৫টি ঈদগাহে সকাল ঈদের জামাত ৮টায় অনুষ্ঠিত হবে।
রংপুর: কালেক্টরেট ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ৯টা ও সাড়ে ৯টা, পুলিশ লাইন্স স্কুল মাঠে সকাল সাড়ে ৭টা, মুলাটোল হাফেজিয়া মাদরাসা মাঠ ও মুন্সিপাড়া ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ, বড় ময়দান ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট: ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টা, হযরত শাহজালাল (রহ) মাজার জামে মসজিদে সকাল ৯টা, সিলেট কালেক্টরেট মাঠে সকাল সাড়ে ৮টা এবং সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
খুলনা: সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টা, টাউন জামে মসজিদে সকাল ৯টা, কোর্ট জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
/এসএস

