আগামীকাল বুধবার ঈদ: সর্বসম্মত সিদ্ধান্ত

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুন ৪, ২০১৯

আগামীকাল বুধবার বাংলাদেশে ঈদ। সারাদেশ থেকে শতাধিক মুসুল্লী চাঁদ দেখেছেন মর্মে স্বাক্ষী দেওয়ার ফলে কালকে ঈদের ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও হাটহাজারীর শীর্ষ আলেমগণ

এর আগে চাঁদ দেখা কমিটি ও ইসলামী ফাউন্ডেশন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। অতএব বৃহস্পতিবার ঈদ। এই ঘোষণার প্রেক্ষিতে সারা বাংলাদেশের মসজিদগুলোতে তারাবীর নামায আদায় করা হয়। পাশাপাশি হাটহাজারী মাদরাসা থেকেও তারাবীর ঘোষণা আসে এবং তারাও তারাবীর নামায আদায় করেন।

কিন্তু এরপরই সোশ্যাল মিডিয়ায় মাদারীপুর ও লালমনিরহাটে চাঁদ দেখার সংবাদ ভাইরাল হয়ে পড়ে। মাদারীপুরে মুফতী ওমর ফারুক তার মুসল্লীদের নিয়ে চাঁদ দেখেছেন বলে ফেসবুকে অনেকেই পোস্ট করেন। এই মর্মে মুফতী সাহেবের নাম্বার নিয়ে যোগাযোগ করা হলে তিনি এ সংবাদের সত্যতা স্বীকার করে বলেন, তার মাদরাসার মেশকাত জামাতের ছাত্র ৬জন মুসল্লিসহ চাঁদ দেখেছে। ফলে তিনি তার এলাকাবাসীকে আগামীকাল ঈদ করার নির্দেশ প্রদান করেন।

তিনি আরও জানান, চাঁদ দেখার খবর সঙ্গে সঙ্গেই হাটহাজারীর মুফতী নূর আহমদকে জানান। কিন্তু এরপর হাটহাজারীতে কেন তারাবী হলো বিষয়টি বোধগম্য নয়। এ বিষয়ে জানতে হাটহাজারীরতে যোগাযোগ করা হলে তারা বলেন, নূর আহমদ সাহেব অসুস্থ থাকায় খবর পৌঁছুতে বিলম্ব হয়, তাই তারা তারাবীহ পড়েছেন।

অন্যদিকে লালমনিরহাটেও কয়েকজন চাঁদ দেখেছেন বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে নতুন করে মুফতী জসিম উদ্দিনের নেতৃত্বে হাটহাজারী মাদরাসায় বৈঠকে বসেন তারা। মুফতী আবদুস সালাম ও মেখল মাদরাসার নোমান ফয়েজীসহ হাটহাজারীর শীর্ষ আলেমগন উপস্থিত থেকে সর্বসম্মতিক্রমে ঈদের ঘোষণা দেন। পৃথক একটি ব্রিফিংয়ে সরকারীভাবেও একই ঘোষণা আসে।

মন্তব্য করুন