
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বদলির আদেশে জনমনে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। পাবলিক সেন্টিমেন্ট তৈরি হওয়ায় তার বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে।
পাবলিক ভয়েস: আড়ং এ অভিযান চালানো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অফিসার (উপ-পরিচালক) মনজুর মো. শাহরিয়ারকে সড়ক ও জনপথ অধিদফতর খুলনা জোনে বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার ঈদের ছুটির দিনে জরুরুরি ভিত্তিতে তার বদলির আদেশ প্রত্যাহার করা হয়।
মনজুর মো. শাহরিয়ারকে বদলির আদেশ গতকাল সোমবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয়।
নেটিজেটনরা বলতে থাকে, সরকারী কর্তৃপক্ষ আঙংকে জরিমানা করাতেই মনজুর শাহরিয়ারকে অন্যায়ভাবে বদলির আদেশ দিয়েছে। এই সমালোচনার মুখে দ্রুত বদলির আদেশ প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, গত ২৯ মে নিয়মমাফিক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ হয়ে। ২৯ মের পরেই শুক্র ও শনিবার ছুটি ছিল। ছুটির দপ্তর খোলা হলে পরে সেটি ৩ জুন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।
কিন্তু একই দিনে আড়ংয়ে এ ঘটনা ঘটে । সে কারণে জনমনে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। পাবলিক সেন্টিমেন্ট তৈরি হওয়ায় তার বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ সকালে তার বদলির আদেশটি প্রত্যাহার করা হয়।
এ আগে সোমবার রাজধানীর উত্তরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার এর বিশেষ অভিযানে পাঞ্জাবির দাম বেশি রাখার অভিযোগে আড়ংকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
সংস্থাটির উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা হয়। অভিযানকালে তারা দেখেন, আড়ংয়ের ওই শো-রুমে ৭০০ টাকার পাঞ্জাবি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিলো।
জানা গেছে, গত ২৫ মে একজন ক্রেতা উত্তরা আড়ং থেকে একটি পাঞ্জাবি কেনেন ৭১৩ টাকায়। একই পাঞ্জাবি ৩১ মে কিনতে গেলে দাম রাখা হয় ১ হাজার ৩১৫ টাকা। এ চিত্র তুলে ধরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেন ওই ভোক্তা।
এর পরিপ্রেক্ষিতে গতকাল উত্তরা আড়ং-এ অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় সংস্থাটি। এ সময় বেশি দাম রাখার কোনো কারণ জানাতে পারেনি আড়ংয়ের ওই শো-রুমের কর্মকর্তারা।পরে আড়ংকে জরিমানা করেন অভিযান পরিচালনাকারী উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
এই ঘটনার রেশ না কাটতেই তাকে বদলির আদেশ দেয়া হয়। যা সোমবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো।
সংশ্লিষ্ট খবর….
আড়ংকে জরিমানা করা ভোক্তা সংরক্ষণ কর্মকতাকে বদলির আদেশ ভাইরাল; সমালোচনার ঝড়
/এসএস

