এবারই ইতিহাসের সবচে আরামদায়ক ঈদযাত্রা হচ্ছে: ওবায়দুল কাদের

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ২, ২০১৯
ফাইল ছবি

পাবলিক ভয়েস: এবারই প্রথম ইতিহাসের সবচে আরামদায়ক ঈদযাত্রা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঢাকা-চট্টগাম মহাসড়কসহ দেশে যোগাযোগ ব্যবস্থা উন্নতির কারণে ইতিহাসের সবচেয়ে আরামদায়ক ও স্বস্তির ঈদযাত্রা হচ্ছে এবার।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ঢাকা থেকে দেড় ঘন্টায় কুমিল্লা এবং চার ঘন্টায় চট্টগ্রামে যানবাহন পৌঁছাতে সক্ষম হয়েছে। গাজীপুর থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক চারলেনে উন্নীত হওয়ায় উত্তর জনপদেও দুর্ভোগের অবসান হয়েছে। সড়ক-মহসড়কের জন্য বাংলাদেশের কোথাও কোনও যানজট হচ্ছে না।

আজ রবিবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড মনিটরিং কন্ট্রোল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সামনে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, হাইওয়ে পুলিশের দীর্ঘদিনের দাবি ছিলো মহাসড়কগুলোতে মনিটরিং ও বিশ্রামের জন্য সেন্টার নির্মাণ করার । সেই প্রতীক্ষিত হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড মনিটরিং কন্ট্রোল সেন্টার নির্মিত হয়েছে মেঘনা টোলপ্লাজায়।

এখান থেকে মহাসড়কের যানজটসহ সার্বিক পরিস্থিতি মনিটরিং করতে পারবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে হাইওয়ে পুলিশের জন্য মনিটরিং অ্যান্ড কমান্ড ভবন নির্মাণ করা হবে।

এছাড়াও মহাসড়কের যানবাহনের চালকদের বিশ্রামের জন্য বিশ্রামাগার নির্মাণ করা হবে জানিয়ে তিনি মালিক-শ্রমিক নেতাদের মহাসড়কের পাশে জায়গা নির্বাচন করার আহ্বান জানান।

/এসএস

মন্তব্য করুন