
ফিনল্যান্ডে সফরকালে সেখানেই তিনি পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানা গেছে। এবারই প্রথম সরকারী সফরকালে দেশের বাইরে ঈদ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাবলিক ভয়েস: পবিত্র মদিনা শরীফে পৌঁছছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি যোহরের পর রাসুলুল্লাহ সা. এর রওজা মুবারক জিয়ারত করবেন। এরপর মদিনা থেকে জেদ্দা যাবেন প্রধনামন্ত্রী শেখ হাসিনা।
চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। এর আগে জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বর্তমানে তিনি উমরা পালণ করছেন। উমরা শেষে তিনি জেদ্দা ফিরে যাবেন। আগামীকাল ৩ জুন জেদ্দা থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন।
সেখানে তিনি আগামী ৪ জুন ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে তিনি তিন দেশ সফরে ২৮ মে প্রথমে জাপান যান। সেখান থেকে সৌদি আরব হয়ে ফিনল্যান্ড সফর শেষ হবে আগামী ৭ জুন। ফিনল্যান্ডে সফরকালে সেখানেই তিনি পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানা গেছে। এবারই প্রথম সরকারী সফরকালে দেশের বাইরে ঈদ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা ১২ দিনের সরকারি সফর শেষে আগামী ৮ জুন (শনিবার) প্রধানমন্ত্রীর ঢাকার ফেরার কথা রয়েছে।
/এসএস/শাহনূরশাহীন/পাবলিক ভয়েস/

