

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। সন্ত্রাসবাদ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ওআইসিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি।
মিয়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মুসলিম দেশগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইসলামী দেশগুলোর জোট ওআইসির ১৪তম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করেই ওআইসির জন্ম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ সংকট আজও বিদ্যমান। বিভেদ ভুলে ভ্রাতৃত্বের চর্চাতেই উম্মাহর সমৃদ্ধি বলে উল্লেখ করেন তিনি।
আইএ/পাবলিক ভয়েস