
গতকাল ২৯ মে (২৩ রমজান) বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা শাখার সভাপতি হাজী আলাউদ্দিন তালুকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ এর সঞ্চালনায় চরফ্যাসনের অভিজাত রেস্তোঁরা “খানদানী রেস্টুরেন্টে” সাংবাদিক ও রাজনীতিবিদদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তা মাওলানা আবুল হাসান বোখারি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন _আগামী জাতীয় বাজেট হতে হবে শিক্ষা ও উদ্যোক্তাবান্ধব এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে থাকতে হবে সুনির্দিষ্ট নির্দেশনা।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময় রূপপুর পারমানবিক কেন্দ্রসহ সকল সেক্টরে যে সকল ভয়াবহ দুর্নীতির চিত্র জাতির সামনে উঠে এসেছে, তাতে আমাদেরকে দেশের ভবিষ্যত নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। এ সকল ভয়াবহ দুর্নীতির কারণ হলো আল্লাহর ভয় অন্তরে না থাকা। আর পবিত্র রমজান মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি করে। রমজানের শিক্ষাকে কাজে লাগাতে পারলে সমাজ থেকে সকল অনাচার দূর করা সম্ভব বলেও মতামত দেন তিনি।
সভাপতি হাজী আলাউদ্দিন তালুকদার তার বক্তব্যে বলেন, ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারকে কৃষি বান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ধানের উৎপাদন, লাভ-ক্ষতি ও ন্যায্যমূল্যের ওপর শুধু কৃষকের ভাগ্য জড়িত নয়; দেশের আর্থ-সামাজিক উন্নয়নও জড়িত।
তিনি আরও বলেন, ধানের ন্যায্যমূল্যের সাথে কৃষকের বাঁচা-মরার সংগ্রাম নিহিত। তাই ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে চাল আমদানি বন্ধ, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন কৃষি বান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সাথে দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে সরকারী গুদামের ধারণ ক্ষমতা আড়াই থেকে তিন গুণ বাড়াতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ মুহাঃ ইয়ামিন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলান মুহাঃ আব্বাস, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাঃ ফয়সাল আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক মুহাঃ ইলিয়াস। এছাড়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখা ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

