

ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত প্রথম মেয়র ইকরামুল হক টিটু ও ৪৪ কাউন্সিলর শপথ নিয়েছেন আজ।
আজ সোমবার (২৭ মে) প্রধানমন্ত্রীর কর্যালয়ে শপথ নেন তারা। নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে ১১ নারীসহ ৪৪ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
গত বছরের অক্টোবরে ১২তম সিটি করপোরেশন হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়। পরে নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচন গত ৫ মে অনুষ্ঠিত হয়।
শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এমএস গোলাম ফারুক।
জিআরএস/পাবলিক ভয়েস