
ভোলা প্রতিনিধি ॥
ভোলায় জমি-জমা বিরোধের জের ধরে নারীসহ তিন জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। রোববার বিকেলে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের জয়গুপী গ্রামের মেহের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আ. মান্নান, তার স্ত্রী নুর জাহান ও ছেলে আ. মালেক। তারা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত আব্দুল মান্নানের ছেলে মো. ইউনুছ মেহের অভিযোগ করে বলেন, তাদের বতস বাড়ির পুকুর ও বাগান মিলে মোট ১০ গোন্ডা রেকডীয় জমি দীর্ঘ ২৫ বছর ধরে জোর পূর্বক ভোগ দখল করে আসছে একই বাড়ির আব্দুর গনি, আব্দুল কুদ্দুছ, মফিজ, মোজাম্মেল, মোস্তফা, মোসলেহ আহমেদ ও সুলতান গংরা। এ নিয়ে তাদের সাথে অনেকবার শালিস মিমাংসা করেও কোনো লাভ হয়নি।
ইউনুছ আরও জানায়, আব্দুল গনি ও আব্দুল কুদ্দুছ মিলে রোববার সকালে ঘর নির্মানের জন্য তাদের পুকুর ভরাট করার সময় তার বাবা আব্দুল মান্নান বাধা দেয়। এবং স্থানীয় ইউপি সদস্য আজগর আলীকে মোবাইল ফোনে জানালে সে বিকেলে আসবে বলে। পরে বিকেলে ইউপি সদস্য আজগর আলী আসলে তারা তাকে সকল কিছু জনায়। এসময় মেম্বারে উপস্থিতিতে আব্দুল গনি ও আব্দুল কুদ্দুসহ প্রায় ১০-১২জন মিলে লাঠি-সোটা দিয়ে তাদেরকে এলোপাথারি মারধর করতে থাকে। এতে আব্দুল মান্নান, তার স্ত্রী নুর জাহান ও ছেলে আব্দুল মালেক গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুল মান্নান ও আব্দুল মালেক ভোলা সদর হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডের ৩০ ও ৪০ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। এবং নুর জাহান বেগম মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে ভোলা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় ইউনুছ।
এব্যাপারে অভিযুক্ত আব্দুল গনি ও আব্দুল কুদ্দুছের মোবাইলে একাধিকবার ফোন করেও তাদের পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা বলেন, আমার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং আহতদের পক্ষ থেকে মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

