মিরপুরে জন্মের পরই পাঁচতলা থেকে নিচে ছুড়ে ফেলা হলো নবজাতককে!

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯

রাজধানীর মিরপুরে সদ্যোজাত এক শিশু সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এই নির্মমকাণ্ডে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০নং রোডের ১৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, মিরপুর ১০ নম্বর (রূপনগর আবাসিক এলাকা) রোডের ১৮ নম্বর বাড়ির ৫ তলা থেকে দুপুর পৌনে ১২টার দিকে একটি শিশুকে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়া হয়। নিচে পড়ার সাথে সাথেই শিশুটি মারা যায়। এ সময় তার নাড়ি-ভুড়ি বের হয়ে মাথা ফেটে যায়।

তিনি আরো জানান, সদ্যোজাত শিশুটিকে যে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ছুড়ে ফেলা হয়েছে, সেখানে এখনও রক্তের দাগ লেগে রয়েছে। মনে হয় বাচ্চাটি জন্মের সঙ্গে সঙ্গেই বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে রূপনগর থানার উপ-পরিদর্শক পরিমল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাত এক শিশুর মরদেহ দেখতে পাই, বাচ্চাটির মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সদ্য প্রসবের পর পরই বাচ্চাটিকে কেউ উপর থেকে ছুড়ে ফেলে দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন