বাজেট অধিবেশন শুরু ১১ জুন

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

আগামী ১১ জুন (মঙ্গলবার) জাতীয় সংসদে বাজেট অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই দিন বিকেল ৫টায় শুরু হবে অধিবেশন।

আজ সোমবার (১৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ।

আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপন করবেন বলে জানা গেছে। আ.লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট এটি।

এদিকে, এটি চলমান একাদশ সংসদের তৃতীয় অধিবেশন। এর আগে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল ২৪ এপ্রিল।

জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র জানায় সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আজ সোমবার (১৩ মে) সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদের এই অধিবেশনে আগামী ১৩ জুন ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে এ বাজেট পাস হবে।

এদিকে গত ৩০ ডিসেম্বর একাদশন জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ টানা তৃতীয় বারের সরকারের এটাই প্রথম বাজেট। বাজেট অধিবেশন কত কর্মদিবস চলবে সেটা কার্য উপদেষ্টা কমিটিতে সিদ্ধান্ত হবে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন