চার দিনের সফরে সুইডেনে বিমান বাহিনী প্রধান

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ১২, ২০১৯
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত চার দিনের সরকারি সফরে সুইডেন গেছেন।

আজ রোববার (১২ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সুইডেন সফরকালে বিমান বাহিনী প্রধান সুইডেনের স্টকহোমে অনুষ্ঠেয় ‘দ্য ইন্টারন্যাশনাল ফোরাম ফর দ্য মিলিটারি সিমুলেশন, ট্রেনিং অ্যান্ড এডুকেশন কমিউনিটি-২০১৯ (আইটিইসি)’ এ অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, আইএটিসি একটি বাৎসরিক ফোরাম যেখানে সামরিক, শিক্ষা এবং একাডেমিয়া প্রতিনিধি আন্তর্জাতিক প্রশিক্ষণ, শিক্ষা ও সিমুলেশন সেক্টর সম্পর্কিত বিষয় শেয়ার করেন। এখানে নব প্রবর্তিত বস্তু উপস্থাপনসহ ভবিষ্যতে সামরিক প্রশিক্ষণ এবং সিমুলেশনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও বিমান বাহিনী প্রধান সুইডেনে অবস্থানকালে সুইডিস আর্মড ফোর্সেস ও সুইডিস এয়ার ফোর্সের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বিমান বাহিনী প্রধানের সুইডেন সফর দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন