ইয়াংগুনের রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান, আহত ১৫

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মে ৮, ২০১৯

বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ ছিটকে পড়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেছে।

আজ বুধবার বাংলাদেশ সময়ে ৩টা ৪৫ এ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি ইয়াংগুন বিমানবন্দরে ৬টা ২২ মিনিটে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় দৈনিক মিয়ানমার টাইমস দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস২-এজিকিউ-বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ ফ্লাইটের পাইলটসহ আহত হয়েছেন ১৫ জনেরও বেশি যাত্রী। বিমান টিতে ৩৩ জন যাত্রী ছিলো জানা গেছে।

তবে শাকিল মেরাজ বলেন, এখন পর্যন্ত যাত্রীদের হতাহতের কোনও খবর পায়নি। আমরা যোগাযোগ করছি।

এদিকে এ ঘটনার পর বিমানবন্দরে বিমান চলাচল আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। আশপাশের বিমানগুলোকে থাইল্যান্ডের চিয়াং মাই বিমানবন্দরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন