
ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদেরকে রমজানে ক্রেতাদের সাথে ব্যবসা না করে আল্লাহর সাথে ব্যবসা করার অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ভোলা শহরের কিচেন মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা শেষে অতিরিক্ত দামে মাংস বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন।
এসময় তিনি এ সকল ব্যবসায়ীদের ছবি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে ভোলার সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় রমজানে ক্রেতাদের সাথে ব্যবসায় না করে আল্লাহর সাথে ব্যবসা করুন। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন গরুর মাংস বিক্রেতা মো. জাফর, মো. জাহিদ, আব্দুর রাজ্জাক, মুরগীর মাংস বিক্রেতা মো. কামাল, মো. হাসান, মাসুদ, আবু তাহের।
এদের কাছ থেকে মোট ৮০ হাজার টাকা জরিমান আদায় করা হয়।
এ সময় মো. কাওছার হোসেন ক্রেতাদের উদ্দেশ্যে লিখেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে। দৈনন্দিন চাহিদার অতিরিক্ত পণ্য ক্রয় না করে প্রতিদিন প্রয়োজন অনুসারে পণ্য ক্রয় করুন। এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে লিখেন, বিক্রেতাগণ পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখবেন। কোন ক্রমেই সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করা যাবে না। পাইকারি ও খুচরা বিক্রেতা পণ্যের রশিদ সংরক্ষণ করবেন। সম্মানিত ব্যবসায়ীগণকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। এব্যাপারে অসাধু ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না।
তিনি আরও জানান, রমজানের প্রতিদিন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া কালোবাজারি, সিন্ডিকেট, ভেজাল পণ্য, ক্ষতিকারক ফরমালিন, কেমিক্যাল মেশানো, অতিরিক্ত মুনাফাকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

