কাকচর ঐক্য সংঘের শুভ উদ্বোধন ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা। 

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬

আকরাম হোসেন নান্দাইল প্রতিনিধিঃ 

নান্দাইল পৌরসভার কাকচর ২ নং ওয়ার্ডে একটি অরাজনৈতিক সমাজকল্যাণমূলক সংগঠন “কাকচর ঐক্য সংঘ”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬ ইং) মাগরিব বাদ কাকচর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।অনুষ্ঠানটি কাকচর ২ নং ওয়ার্ডের সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় এবং মোঃ মাহবুব আলমের সৌজন্যে অনুষ্ঠিত হয়।ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ রফিকুল ইসলাম (সবুজ মিয়া) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান রাইটার মাহাবুব আলম।সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান মাহমুদ হৃদয়, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ হাছেন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মাদ আশরাফুল ও প্রচার সম্পাদক মোঃ শহিদ মিয়া।কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন— মোঃ আব্দুল হাই বেপারী, দেশঃ শাহজাহান ভূইযা মানিক, মোহাম্মদ শাহাব উদ্দিন, মোঃ শফিকুল আলম সরকার, মোঃ শহিদ মিয়া, মোঃ আবদুল্লাহ আল মামুন কাঞ্চন, মোঃ সাইফুল ইসলাম খোকন, মোঃ আতাহার আলী, মোং আব্দুল মন্নাছ ও মোঃ নয়ন মিয়া।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব এনামুল কাদির। এছাড়া ধর্মীয় আলোচনায় অংশ নেন অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসার মৌলানা মুফতি মোঃ শফিকুল ইসলাম ও মৌলানা মুফতি মোঃ শাহাদাৎ হোসাইন।বক্তারা বলেন, কাকচর ঐক্য সংঘ মানবসেবা, সামাজিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা বিস্তার, বেকারত্ব হ্রাস এবং শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, বিধবা ও ইয়াতীমসহ সকল অসহায় মানুষের কল্যাণে কাজ করবে।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন