‘পাওনা পরিশোধ করে পাটকল শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে নিন’

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মে ৭, ২০১৯

…………………………….

ইসলামী শ্রমিক আন্দোলন-

……………………………

আট মাস যাবত বেতন ভাতা বঞ্চিত পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি পুরণ না করে পবিত্র রমজান মাসে শ্রমিকদেরকে পুলিশ দিয়ে হয়রানী ও হকার উচ্ছেদের মতো অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফ আলী আকন ও সেক্রেটারী জেনারেল হাফেজ মাওঃ ছিদ্দিকুর রহমান।

আজ গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডাল-ভাত খাওয়ার জন্য কর্মক্ষেত্র ছেড়ে বকেয়া বেতন আদায়ে রমজান মাসে প্রচন্ড তাপাদহে রাজপথ অবরোধের পরেও সরকার পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের উদ্যোগ না নিয়ে পুলিশ দিয়ে আন্দোলনকারীদেরকে শায়েস্তা করার ঘটনা চরম অমানবিক ও জুলুমের শামিল। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করা ব্যর্থ সরকারের পরিচয় বহন করে। সরকারের ঢাক-ঢোল পিটানো উন্নয়নের রোল মডেল আজ তামাশায় পরিনত হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, স্বাধীন দেশে বেতনের জন্য পাটকল শ্রমিকদের রাজপথে ঠেলে দেয়ার ঘটনায় সরকারের চরম ব্যর্থতা ফুটে উঠেছে। সরকার যদি দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে ব্যর্থ হয়, তবে ইসলামী শ্রমিক আন্দোলন অধিকার হারা মজলুম পাটকল শ্রমিকদের সাথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

হকার উচ্ছেদ প্রসঙ্গে ইসলামী শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, গরীব-অসহায় কর্মহীন হকারদেরকে উপযুক্ত পূনর্বাসনের ব্যবস্থা না করে তাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় বাধাঁ দিয়ে দেশের গরিব মানুষকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে দেশে অপরাধ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারনে হকারদের বিকল্প পূনর্বাসনের ব্যবস্থা না করা পর্যন্ত ফুটপাতে “১” ⁄”৩”  ভাগ ব্যবসা পরিচালনার সুযোগ দিতে সরকারের নিকট দাবি জানান।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন