
ঢাবি প্রতিনিধি : শাড়ি, ব্লাউজ, লুঙ্গী, পাঞ্জাবি ও গামছা এই পাঁচটি পোশাককে বাঙালির জাতীয় পোশাক হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি উত্থাপন করেন। বিল্লাল হোসেন মৃধা নামে ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা কোমলমতি ছোট্ট শিশুদের বর্ণমালা শিক্ষাদানের সময় জাতীয় ফুল, ফল,মাছ , পশু-পাখি ও আরো অনেক কিছু শিখিয়ে থাকি। কিন্তু দুঃখের বিষয় সেখানে জাতীয় পোশাকের কথা উল্লেখ থাকে না। বাংলাদেশের স্বাধীনতার ৪৮ বছর পার হলেও ঐতিহ্যগত বস্ত্রের কথা কারও মনে জাগ্রত হয়নি।’
তিনি আরও বলেন, সার্কভুক্ত দেশ নেপাল ভুটান সকল রাষ্ট্রগুলো তাদের নির্দিষ্ট ঐতিহ্যগত পোশাক পরিধান করে বিভিন্ন দেশ ভ্রমণ করে। আমরাও জাতীয় পোশাক পরিধান করে বিশ্ব ভ্রমণ করতে চাই।
বিল্লাল হোসেন মৃধা বলেন, আমাদের মুক্তিযুদ্ধে নর-নারী মুক্তিযোদ্ধারা লুঙ্গী, গামছা শাড়ি ব্লাউজ পরিধান করেই গেরিলাযুদ্ধ ও রণসঙ্গীতে অংশগ্রহণ করেছিলেন। তিনি পাঁচটি পোশাককে জাতীয় করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। এসময় তিনি পাঁচটি পোশাককে জাতীয়করণ করতে বিভিন্ন যুক্তিও তুলে ধরেন। সেগুলো মধ্যে-এসব পোশাক বাঙালির পূর্ব পুরুষের ঐতিহ্য, ছেলে-মেয়েরা বিদেশী সংস্কৃতি ও পোশাকের প্রতি অতিমাত্রায় ঝুঁকছে উল্লেখযোগ্য।
খোঁজ নিয়ে জানা যায়, বিল্লাল হোসেন এই দাবি নিয়ে এক মাস ধরে প্লেকার্ড বহন করে সবার কাছে তার বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে তার এক সন্তান অধ্যয়নরত রয়েছে

