পরিস্থিতি স্বাভাবিক : আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফেরার পরামর্শ, ৩ নম্বর বিপদ সংকেত

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মে ৪, ২০১৯

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ফণী এখন আর ঘূর্ণিঝড় নেই, তা এখন গভীর নিম্নচাপে রুপ নিয়েছে। এতে আগামীকাল পর্যন্ত দেশে বিভিন্নস্থানে ভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বিভিন্নস্থানে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় ফণী স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে সবগুলো বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিপদ কেটে গেছে, আশ্রয়কেন্দ থেকে নিরাপদে বাড়ি ফেরার পরামর্শ দিয়ে ও সার্বিক আপডেট জানিয়ে বিবৃতি দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন।


অপরদিকে দুর্যোগ মন্ত্রনালয় জানিয়েছে, ফণির কারণে সারাদেশে নিহত হয়েছেন ৪ জন, আহত হয়েছেন ৬৩ জন। সারাদেশের বিভিন্নস্থানে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে ১৬ লাখ ৪০ হাজার ৭১৭ জন মানুষকে।

ঘূর্ণিঝড় ফণী আক্রান্ত যে কোনো কেহ সার্বিক সহযোগীতার জন্য নিম্নবর্ণিত নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

নৌ পুলিশ আটটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে পুরো বাংলাদেশে এবং সার্বিক যোগাযোগের জন্য কেন্দ্র নম্বর – ০১৭৬৯৬৯০৮০০

ঢাকা – ০১৭৬৯৬৯২৫১৭
কিশোরগঞ্জ – ০১৭০৮৬৫০২০৭
ফরিদপুর -০১৭৬৯৬৯২৬৬২
টাঙ্গাইল – ০১৭১৫১৯০৬৭৬
বরিশাল -০১৭৬৯৬৯২৬৭১
খুলনা- ০৪১৭২৩৮২৩
চাঁদপুর – ০১৭৬৯৬৯০৮২১
চট্টগ্রাম – ০২৪১৩৬০১৪৫

ঘুর্ণিঝড় ‘ফনি’ চলাকালীন ও ঘুর্ণিঝড় শেষে উদ্ধারকার্য সহ যেকোন সহায়তার জন্য প্রস্তুত কোস্ট গার্ড।

সার্বক্ষণিক মোবাইল নম্বর

ঢাকা বিভাগঃ ০১৭৬৬৬৯০০৪৯,
চট্টগ্রাম বিভাগঃ ০১৭৬৬৬৯০১৭১,
খুলনা বিভাগঃ ০১৭৬৬৬৯০৪০০,
বরিশাল বিভাগঃ ০১৭৬৬৬৯০৬২১

দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগের উপকমিটি একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এজন্য সভানেত্রীর কার্যালয়ের নাম্বারে(০২ ৯৬৭৭৮৮১, ০২ ৯৬৭৭৮৮২) ফোন করে যে কেউ সার্বক্ষণিক সহায়তা নিতে পারবে। ফ্যাক্স করা যাবে ৯৬৬৬৫৫০ নাম্বারে। এছাড়া, দলের পক্ষ থেকে মেডিকেল টিম ও ত্রাণ কমিটি গঠন করা হয়েছে।

দুর্যোগ চলাকালীন সময়ে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো

ঘূর্ণিঝড় “ফণী” মোকাবেলার জন্য জেলা প্রশাসন, খুলনা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম এর ফোন নাম্বার সমূহ –

জেলা প্রশাসন, খুলনাঃ ০৪১২৮৩০০৫১

উপজেলা প্রশাসনঃ
১.বটিয়াঘাটাঃ ০৪০২২-৫৬০৪৯
২.ফুলতলাঃ ০১৭১৬৭৭১২৮১
৩.দাকোপঃ ০৪০২৩-৫৬০৬২, ০১৯১৭১৭৩০৬৯
৪.কয়রাঃ ০৪০২৬৫৬০৪৭, ০১৭০০৭১৭০০৮
৫.ডুমুরিয়াঃ ০১৭৩০৯৯৬২৬৯, ০১৭১১৪৪৮৯৬১, ০৪০২৫৫৬১১
৬.দিঘলিয়াঃ ০৪১-৮৯০১৭৮, ০১৭১২২৫০৪৮৭
৭.পাইকগাছাঃ ০৪০২৭৫৬০০১
৮.রূপসাঃ ০১৭১৯৪৫৭৮০৫, ০১৭৪৭৬০৬০৬০
৯.তেরখাদাঃ ০১৭৯৪৪৯২১৫৭, ০১৭১৭৯১৬৭৯৮

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস- মোবাইল-01720460406, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়- মোবাইল-01713374116, বাগেরহাট ডিসি অফিসের কন্টোল রুমের নম্বর-01712966492, 0468-62315,মোংলা বন্দর কন্ট্রোল রুমের দ্বায়িত্বে আছে বন্দর হারবার মাষ্টার কমান্ডার দুরুল উধা-01711151651, মোংলা উপজেলা প্রশাসনের কন্টোল রুম-01708790569,04658-73388, শরণখোলা কন্টোল রুুম-01791594627, মোড়েলগঞ্জ কন্টোল রুম-01712612722,সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান-01711980036

বরিশাল জেলা প্রশাসক এর কন্ট্রোল রুমের নম্বর -০১৭০৫-৪০৬৫০১, ০৪৩১-৬৩৮৬৬, জেলা পুলিশ সুপার বরিশাল এর কন্ট্রোল রুমের নম্বর -০১৭৬৯-৬৯৩২০০, ০৪৩১-৬৩৭৮০, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরিশাল এর কন্ট্রোল রুমের নম্বর -০১৭৪১-১৯৬৯৩৯, ০৪৩১-৬৩৮৬৩, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বরিশাল এর কন্ট্রোল রুমের নম্বর -০১৭১২-০২৬৩০৬, ০৪৩১-৬৫০৫৭, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কন্ট্রোল রুমের নম্বর -০১৮৭৮-০০১১১১, ০৪৩১-৬৫২২২, সিভিল সার্জন বরিশাল এর কন্ট্রোল রুমের নম্বর -০১৭১২-২৮৫৪১০, ০৪৩১-৬৪৯০৯, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা -০১৭৪১-১৯৬৯৩৯, পিআইও আগৈলঝাড়া -০১৯১৫-৮৪৪৮০৭, পিআইও বাবুগঞ্জ -০১৭১৭-৪৪৪৪৫৪, পিআইও বাকেরগঞ্জ -০১৭৩২-৫০৯২৬৯, পিআইও গৌরনদী -০১৯১৫-৮৪৪৮০৭, পিআইও মুলাদি -০১৭১৬-১৪৩১৪১, পিআইও হিজলা -০১৭১৭-৬৫৫৩৪২, পিআইও বরিশাল সদর -০১৭১৮-০২৩১৩৯, পিআইও উজিরপুর -০১৭১৯-০৫৬০৮৪, পিআইও বানারীপাড়া -০১৯১৬-৯৯৪৭৭১, পিআইও মেহেন্দিগঞ্জ -০১৭১১-৯৪৭৪৬০।

জেলাভিত্তিক কন্ট্রোল রুম

ভোলা জেলার কন্ট্রোল রুম
০৪৯১-৬১৩৪৫
০১৯২৮৯০০৭৫২

ভোলা সদর উপজেলার কন্ট্রোল রুম
০৪৯১-৬১৬৬২
০১৭১২-৯৯৯৯১৮
০১৭১৬-৭২০৬৮৪

চরফ্যাসন উপজেলার কন্ট্রোল রুম
০৪৯২৩-৭৪০০৪
০১৭৪০-৯২০২৪৬
০১৭১২-৩৭২৪১৮
০১৭১৮-২০০২৩০

দৌলতখান উপজেলার কন্ট্রোল রুম
০১৭০৩-৪৬৪৩২৬
০১৭৪৭-৯৭৪৬০২

বোরহানউদ্দিন উপজেলার কন্ট্রোল রুম
০১৭১২-৫৫৪৬০৩
০১৩০৫-৫২৫১৫৬

মনপুরা উপজেলার কন্ট্রোল রুম
০৪৯২৬-৫৬০০১
০১৭১২-৬০২৪০৮

তজুমদ্দিন উপজেলার কন্ট্রোল রুম
০৪৯২৭-৫৬০০১
০১৭১৮-৩৩৮০২

পি‌রোজপুর জেলা ক‌ন্ট্রোল রুম ০১৭৭২৪৫৬৮৭৭ পি‌রোজপুর সদর ০১৭১৭৯৫৬৮৪৭ না‌জিরপুর ০১৭১৩৯১২৩৯৯ নেছারাবাদ ০১৭৬০৪২০৪২৩ কাউখালী ০১৭২৬০০৯২৬৫ ভান্ডা‌রিয়া ০১৭১৪৩২৯০১৪ ইন্দুরকানী ০১৭১৬৪৮৮০৫৮ মঠবা‌ড়িয়া ০১৭১২০৩১৭৮৫

চট্টগ্রামঃ

মিরসরাই কন্ট্রোল রুম-
০১৭৩৩-৩৩৪৩৫১
০৩০২৪-৫৬০০১
সীতাকুণ্ড কন্ট্রোল রুম
০১৮৩৭৭১১৪৫০
০৩০২৮-৫৬০১১
বাঁশখালী কন্ট্রোল রুম
০৩০৩৭-৫৬০০১
আনোয়ারা-কন্ট্রোল রুম
০১৭১১৯৭১২৬২
০৩০২৯-৫৬০০১

লক্ষ্মীপুর জেলা নিয়ন্ত্রন কক্ষে
০৩৮১৬২৪৮৩,০১৭১১৯০৫৯৯৪,০১৭১৩১২১১৬৬
জেলা প্রশাসক আঞ্জন চন্দ্রপাল,লক্ষ্মীপুর
০১৭১৩১২১১৬৬
জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মাহফুজুর রহমান ০১৭১১৯০৫৯৯৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কন্ট্রোল রুম
ফোন নম্বর ০৭৮১-৫২৪৮১, মোবাইল নং-০১৭১৫১৮২০৬০
পুলিশের সহায়তার জন্য যোগাযোগের নম্বর ০১৭১৩৩৭৩৮১৮

সাতক্ষীরা জেলার নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ০৪৭১৬৩২৮১।
শ্যামনগর উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মো: সেলিম খান : মোবা:01700-717024
শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন সরকার -মোবা:01785-759095
আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান-ফোন:0472256021,মোবা:01719-537132

মন্তব্য করুন