
রাজধানীর গুলিস্তানে ককটেল হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। কোনও দুর্ঘটনা ঘটলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমেরিকাভিত্তিক ইন্টেলিজেন্স নামক ওয়েবসাইট থেকে আইএস দায় স্বীকার করে। এটি একটি ষড়যন্ত্র। পুলিশ বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিরা কোনঠাসা অবস্থায় রয়েছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বুধবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান নেই। এদেশের মানুষ কখনও সন্ত্রাসকে পছন্দ করে না। তারা কোনও দিন জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।
কামাল বলেন, গুলিস্তানে বোমা হামলার ঘটনায় আহত দুই পুলিশ সদস্য শঙ্কামুক্ত। আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবে এবং সব কিছু উদঘাটন করবে।
উল্লেখ্য, গেল সোমবার রাতে রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে দু’জন ট্র্যাফিক ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হন। রাত পৌনে ৮টার দিকে ওই ঘটনায় আহত ট্র্যাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), লিটন (৪০) ও কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিককে (২৬) উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ককটেল বিস্ফোরণের পাঁচঘণ্টা পর এক টুইট বার্তায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, গুলিস্তানে পুলিশের তিন সদস্যের ওপর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস) সদস্যরা ককটেল হামলা করেছে। একই বার্তা তাদের ওয়েবসাইটেও প্রচার করা হয়।
তিনি বলেন, নুসরাত হত্যাকাণ্ডের তদন্ত সঠিক পথে এগোচ্ছে। পুলিশ সদস্যদের ভূমিকা উল্লেখ করে পুলিশ সদর দপ্তরে একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ ঘটনায় পুলিশের গাফিলতি পেলে কাউকে ছাড় দেয়া হবে না।
জিআরএস/পাবলিক ভয়েস

