
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওয়াকফ এস্টেটের অধিভুক্ত রাজধানীর কাপ্তান বাজার (ঠাটারী বাজার) মসজিদের জমি অবৈধভাবে দখল করে নেয়া হচ্ছে বলে অভিযোগে করা হয়েছে। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি করে বর্তমান মসজিদ কমিটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৮৫ সালে কাপ্তান বাজার মসজিদসহ প্রায় ২৪০০ অযুতাংশ জমি ধর্ম মন্ত্রণালয়ের ওয়াকফ এস্টেটের অধিভুক্ত হয়। বর্তমান মসজিদ কমিটির সভাপতি রয়েছেন হাজি তাজ মোহাম্মদ। ওয়াকফ এস্টেটের নিয়ম অনুযায়ী, প্রতিবছর মসজিদের আয়-ব্যয় হিসাব করা হচ্ছে।
তবে মসজিদ কমিটির কোনো অনুমতি ছাড়াই হঠাৎ করে ক্ষমতাসীন দল আ.লীগের পরিচয় দিয়ে মহিউদ্দিন বুলু নামের এক ব্যক্তি মসজিদের জমি দখল করে নিচ্ছেন। ইতোমধ্যে মসজিদ-সংলগ্ন ভাড়াকৃত স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৯৫৩) করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, স্থানীয় সংসদ সদস্য এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বললেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আত্মীয় পরিচয়ে দখলদার মহিউদ্দিন বুলু বর্তমান মসজিদ কমিটিকে লাঞ্ছিত করাসহ এলাকার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন।
মসজিদসহ ওয়াকফ রক্ষায় ধর্ম মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে মসজিদ কমিটি। একই সঙ্গে দখলবাজ মহিউদ্দিনের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি হাজি তাজ মোহাম্মদ, মোতুয়াল্লী মিয়া হোসেন, কাপ্তান বাজার দোকান মালিক সমিতির সেক্রেটারি আব্দুল মান্নান খান ময়নাল প্রমুখ।
জিআরএস/পাবলিক ভয়েস

