
নারায়ণগঞ্জের জৈনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর ছোট ভাই নেয়ামত উল্লাহ আব্বাসীকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। অস্ত্রসহ তোলা তার একটি ছবি প্রকাশের পর সবখানে তাকে নিয়ে তুমুল সমালচনা চলছে।
অনেকেই বলছেন, নেয়ামত উল্লাহ আব্বাসী আইএস সংশ্লিষ্ট কেউ হতে পারেন। কেননা এ যাবৎকালে আইএস জঙ্গিদের যতগুলো ছবি প্রকাশ পেয়েছে প্রায় সবগুলোই নেয়ামত উল্লাহ আব্বসীর আদলে তোলা ছিল। এ নিয়ে পুলিশ প্রশাসনেও চলছে ব্যাপক তোলপাড়।
সূত্র মতে, ২৫ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এইচএন এপারেলস নামক একটি পোশাক কারখানায় লুটপাট ও ভাঙচুরের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় নেয়ামত উল্লাহ আব্বাসীসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত এক-দেড়শ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনার পরই এনায়েত উল্লাহ আব্বাসীর ছোট ভাইয়ের একটি ছবি প্রকাশিত হয়।
যে ছবিতে তার পাশে একটি বড় আগ্নেয়াস্ত্র রাখা এবং হাতে একটি রিভলবার এবং তার বেশভূষা মারমূখি। এমন ছবি প্রকাশের পরই সর্বত্র শুরু হয় আলোচনার ঝড়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মীর শাহেন শাহ পারভেজও ছবিটি নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, এই ছবিটি দেখে আমরাও অবাক হচ্ছি।
এদিকে এইচএন এপারেলস’র কর্মকর্তা মো. মহিউদ্দিনের দায়ের করা মামলায় এ পর্যন্ত নেয়ামত উল্লাহর চার সহযোগীকে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছেন নেয়ামত উল্লাহ আব্বাসীসহ তার অন্যান্য সহযোগীরা।
দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় জৈনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর ছোট ভাই নেয়ামত উল্লাহ আব্বাসীর নেতৃত্বে অজ্ঞাত ১৫০ জন দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে এইচএন এপারেলস লিমিটেডে ১০ লাখ টাকার ক্ষতিসাধন ও কারখানার অভ্যন্তরে থাকা প্রিন্টিং কেমিকেল, প্রিন্টিং মেশিন, কিউরিং মেশিন, কার্টন রোলসহ ১০ লাখ টাকা মূল্যের সামগ্রী লুটে নেয়। এ সময় ফ্যাক্টরি ছেড়ে না গেলে কর্মকর্তা কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেয় হামলাকারীরা।
পুলিশ জানায়, নেয়ামত উল্লাহ আব্বাসীর নেতৃত্বে কারখানাটিতে হামলা চালানোর খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে তাদের ওপর চড়াও হয় আব্বাসীর লোকজন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে নেয়ামত উল্লাহ আব্বাসীর ৪ সহযোগীকে গ্রেফতার করে। সূত্র: জাগো নিউজ।
আইএ/পাবলিক ভয়েস

