

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী শিক্ষার অভাবে মানুষের নৈতিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে। সোনাগাজী ফাযিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি’র মৃত্যুর পর ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যৌননিপীড়ন চলছে।
তিনি বলেন, ইসলামী শিক্ষার অভাবে এধরণের ঘটনা ঘটেই চলছে। তিনি ইসলামী শিক্ষার ব্যাপক প্রচলনের দাবি জানান। এবং যৌননিপীড়নের শিকার হয়ে যারা জীবন দিয়েছে সকল হত্যাকান্ডের বিচার দ্রুত করারও দাবী জানান।
গতকাল বিকেলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা পার্কে অনুষ্ঠিত ইসলামীসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এইচ এম আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মুফতী সৈয়দ নুরুল করীম ও মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।
আইএ/পাবলিক ভয়েস