
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় সংসদ। রাতে সংসদের সাধারণ অধিবেশনে কন্ঠভোটে নাকচ হয় এ প্রস্তাব।
বগুড়া ৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু সংসদে এই প্রস্তাব উপস্থাপন করলে বিরোধিতা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সেইসাথে সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ করার প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
পরে প্রস্তাবটি কণ্ঠভোটে আনেন স্পিকার। কণ্ঠভোটে সমর্থন না পেয়ে প্রস্তাবটি নাকচ হয়ে যায়।
এদিন অন্য এক সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি জানান, কোনো বিশেষ বিবেচনায় নয়, বরং মান বিবেচনায় পর্যায়ক্রমে এমপিওভুক্ত হবে শিক্ষা প্রতিষ্ঠান।
জিআরএস/পাবলিক ভয়েস

