নিথর জায়ানের লাশ বনানী কবরস্থানে দাফন

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯

শ্রীলংকায় গত রোববারের ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত শিশু জায়ান চৌধুরীর লাশ গতকাল ২৪ এপ্রিল বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

বিকেল সোয়া ৫টায় বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার খেলার মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। আগামী শনিবার এই মাঠেই তার কুলখানি অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুর আড়াইটার দিকে শেখ সেলিমের বনানীস্থ বাসভবনে যান। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সংসদের বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ সেখানে যান।

নামাজে জানাজার আগে জায়ান চৌধুরীর নানা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি সেখানে উপস্থিত তার আত্মীয়-স্বজন,আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘জায়ানের সারা শরীর ক্ষতবিক্ষত। আমরা শুধু তার (জায়ানের) মুখমন্ডল দেখাতে পারলাম।’

জায়ানের নামাজে জানাজা অনুষ্ঠানে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ সেলিম বলেন, ‘আপনারা আমার নাতির বিদেহী আত্মার শান্তির এবং একই দিনের সিরিজ বোমায় আহত হয়ে কলম্বোতে চিকিৎসাধীন জায়ানের পিতা মশিরুল হক চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’
জায়ানের নামাজে জানাজায় অওয়ামী লীগের বর্ষীয়ান নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত : শ্রীলঙ্কার রাজধানীতে ইস্টার সানডের ভয়াবহ সিরিজ বোমা হামলায় স্প্রিন্টারের আঘাতে জায়ানের পিতা মশিউল হক চৌধুরীও আহত হন। এ হামলায় প্রায় ৩৫৬ জন নিহত হন ও পাঁচ শতাধিক লোক আহত হন।

মন্তব্য করুন