শেষ বিদায় জানাতে ফুফু রানুর বাসায় শেখ হাসিনা

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

ফুফু হামিদা খানম রানুকে শেষবারের মতো দেখতে তার বাসায় গেলেন আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে রাজধানীর লালমাটিয়ায় শেখ কবির হোসেনের বোন হামিদা খানম রানুর মরদেহ দেখতে যান তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে এতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন শেখ হাসিনা।

হামিদা খানম রানুর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন