
শ্রীলঙ্কায় বর্বরোচিত সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিমে সেলিমের নাতি জায়ান নিহত হয়েছে। শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। সে হিসেবে জায়ান শেখ হাসিনারও নাতি।
জায়ানের সঙ্গে পারিবারিক অনুষ্ঠান ছাড়াও নানা সময়ে দেখা হতো শেখ হাসিনার। আদুরে জায়ান দেখা হলেই শেখ হাসিনাকে ‘দাদু’ বলে জাড়িয়ে ধরতো।
কোমল এই শিশুর মৃত্যুতে চোখের পানি ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি রাষ্ট্রীয় সফরে ব্রুনাই রয়েছেন। সেখান থেকেই বর্বরোচিত এ হামলার নিন্দা জানিয়েছেন তিনি। এর কিছুক্ষণ পর তিনি জানান, তার পরিবারের সদস্যরাও এ হামলায় আক্রান্ত হয়েছে। শুরুতে শিশু জায়ান নিখোঁজ ছিলো, পরে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়। এ খবর জানার পর বাকরুদ্ধ হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবেগাপ্লুত হয়ে তিনি কান্নায়ও ভেঙে পড়েন।
শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে যান। তারা উঠেছিলেন কলম্বোর পাঁচ তারকা একটি হোটেলে। রোববার সকালে ইস্টার সানডের প্রার্থনার মধ্যে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলা হয়। এর মধ্যে হামলার শিকার একটি হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান চৌধুরী। ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন। বোমা হামলায় প্রিন্স আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যু খবর আসে। জায়ানের লাশ আগামিকাল বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।
প্রসঙ্গত : শ্রীলঙ্কায় রবিবারের ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫০০ জন। সোমবার সকালে পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা হতাহতের এ তথ্য জানিয়েছেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। সোমবার পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা এ ঘটনায় ইতোমধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। তবে গ্রেফতারকৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন জানান, হামলায় নিহতদের মধ্যে ৩০ জন বিদেশিও রয়েছেন। দেশ এবং দেশের জনগণকে নিরাপদ রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করছে বলেও জানান রুয়ান বিজয়বর্ধন। তিনি বলেন, আমাদের বিশ্বাস দুর্ভাগ্যজনক এই সন্ত্রাসী হামলায় জড়িত সব অপরাধীকে যত দ্রুত সম্ভব হেফাজতে নেওয়া হবে। তাদের শনাক্ত করা হয়েছে।
রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে এই বিস্ফোরণ ঘটানো হয়।

