যে উন্নয়ন-অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যে উন্নয়ন-অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে তিনি দেশবাসী ও দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।

আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের যে অগ্রযাত্রা আ.লীগ শুরু করেছে তা অব্যাহত থাকবে। আগামীতে বাংলাদেশ বিশ্বে আরও উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে। সব বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। আ.লীগের লক্ষ্য জাতির পিতার আদর্শে উন্নত ও সোনার বাংলা গড়ে তোলা।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার জীবন শুভ হোক, সুন্দর হোক, সমৃদ্ধ হোক। নববর্ষে এই কামনা করি।

ভোট দিয়ে তাকে সরকার গঠন করার সুযোগ দেয়ায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দলকে নির্বাচনে জয়ী করে সরকারে আনার জন্য দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, সামরিক-বেসামরিক আমলা, বিচারপতি, কূটনীতিক, দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

মন্তব্য করুন