হুজুরদের ধর্মান্ধ ও শেখ হাসিনাকে ‘মূর্খ সরকার’ বলে তাসলিমার কটাক্ষ

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯

নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুর্খ বলে গালি দিয়েছেন।

শুক্রবার ( ১২ এপ্রিল) একটি পোষ্টে তাসলিমা নাসরিন লেখেন,ধর্মান্ধ সন্ত্রাসীগুলো ‘নাস্তিক’ শব্দটিকে গালি হিসেবে ব্যবহার করে, মূর্খ সরকার এতে সায় দেয়।

তাসলিমা আরও লিখেছেন, নাস্তিক একটি ইতিবাচক শব্দ, নাস্তিকের সংঙ্গে সম্পর্ক বিজ্ঞানের, যুক্তির, বুদ্ধির, মুক্তির, প্রগতির, সমতার, মানবাধিকারের, বাক স্বাধীনতার।

ধর্ম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিতর্কিত এই লেখিকা বলেন, ধার্মিক একটি নেতিবাচক শব্দ। এটির সঙ্গে সম্পর্ক বানোয়াট রূপকথার, হিংসের, যুদ্ধের, বর্রবতার, হত্যার, লোভের,ধর্ষণের, প্রতারণার, আধিপত্যের।

আজ থেকে ধার্মিক শব্দটি নেতিবাচক অর্থে এবং নাস্তিক শব্দটি ইতিবাচক অর্থে ব্যবহার করুন।

তাসলিমার এই পোষ্টের কমেন্টে নুর নবি দুলাল নামের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্য করে লিখেছেন, ছিঃ শেখ হাসিনা ধার্মিক।

প্রধানমন্ত্রীকে কটাক্য করে আরেকজন লিখেছেন,  ছিঃ ধার্মিক ছিঃ, মানুষ হও, মানুষ হওয়াই সফলতা।

এর আগে এক পোস্টে তাসলিমা মাদরাসাগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেন। তিনি লিখেছেন, সিরিয়াসলি, বাংলাদেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত। বাচ্চারা সেকুলার বা সাধারণ স্কুলে যাবে পড়তে।

ধর্ম সম্পর্কে জানতে চাইলে ঘরে বসে জানার চেষ্টা করবে, আফটার অল ধর্ম – বিশ্বাস একটা ব্যক্তিগত ব্যাপার। কথা হচ্ছে, মাদ্রাসাগুলোয় যা ঘটছে প্রতিদিন, তার সামান্য যেটুকু খবর আমরা পাচ্ছি তা ভয়ানক । মাদ্রাসার শিক্ষকেরা বাচ্চাদের ধর্ষণ করছে এবং খুন করছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন