

ফেনীর সোনাগাজী ফাযিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, মাদরাসার শিক্ষক কর্তৃক ছাত্রী নিপীড়িত হওয়ার ঘটনা পুরো জাতিকে ভাবিয়ে তুলেছে। আর নিপীড়িত ছাত্রী যখন থানায় অভিযোগ করেছে তখন তাকে পুড়িয়ে মারার মত জঘন্য কাজটি যারা করেছে তারা আর যাই হোক মানুষ হতে পারে না।
তিনি বলেন, এধরণের ঘটনা মাদরাসা শিক্ষাকে প্রশ্নবিদ্য করবে। যে শিক্ষক এহেন অপকর্ম করেছে তিনি মাদরাসা শিক্ষাকে জাতির সামনে চরম হেয় করেছে।
মাদরাসার অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করলেই হবে না, তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ যেখানেই ছাত্রী নিপীড়নের মত ঘটনা ঘটবে, সেখানেই কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
তিনি বলেন, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অব্যাহতগতিতে ছাত্রী নিপীড়নের মত ঘটনা ঘটছে।
এ ধরণের ইভটিজিং ও নিপীড়নের কঠোর শাস্তির আইন থাকলেও আইনের ফাকফোকর দিয়ে বের হতে পারায় এধরণের যৌন নিপীড়ন বেড়েই চলছে। তিনি যৌন নিপীড়ন বন্ধে ইসলামের বিধান বোরকাকে বাধ্যতামূলক করারও দাবি জানান।