‘ভোটের হার সবচেয়ে কম চতুর্ধ ধাপে’

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯

পাবলিক ভয়েস: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট পাঁচ ধাপে শেষ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে চার ধাপের ভোট সম্পন্ন হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে চতুর্থ ধাপে।

ইসি সূত্র জানায়, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮ উপজেলায় গড়ে ৪৩ দশমিক ৩২ শতাংশ, দ্বিতীয় ধাপে ১২৩ উপজেলায় ৪১ দশমিক ২৫ শতাংশ, তৃতীয় ধাপে ১১৬ উপজেলায় ৪১ দশমিক ৪১ শতাংশ এবং সর্বশেষ চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ৩৬ দশমিক ৫০ শতাংশ ভোট পড়ে।

আজ সোমবার (১ এপ্রিল) ইসির দেয়া তথ্য থেকে জানা যায়, ৩১ মার্চ অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে ১০৭ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৬৮১। এর মধ্যে ভোট দিয়েছেন ৬০ লাখ ৫৪ হাজার ৬১৫ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৫৯ লাখ ৩০ হাজার ২৭১ এবং অবৈধ ভোট পড়েছে ১ লাখ ২৬ হাজার ৮৮।

ইসির তথ্য থেকে আরও জানা যায়, চতুর্থ ধাপে ১০৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি জয়লাভ করেছে আ.লীগ সমর্থিত প্রার্থীরা। নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান পদে জয়লাভ করেন ৪৯ জন এবং বিনা প্রতিন্দন্দ্বিতায় একক প্রার্থী হিসেবে জয়লাভ করেন ২৪ জন। আ.লীগের বাইরে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেননি।

এছাড়া জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে একজন এবং স্বতন্ত্র প্রার্থী ৩২ জন জয়লাভ করেছেন। এর বাইরে কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভোট অনিয়মের কারণে ইসি স্থগিত করায় সেখানে পরবর্তীতে নির্বাচন হবে।

চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৩৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মন্তব্য করুন