কয়েক ঘণ্টা ব্যবধানে গুলশানে আবারও আগুন

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

পাবলিক ভয়েস: কয়েক ঘণ্টা ব্যবধানে গুলশানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলশান-২ নম্বরে ডেল্টা লাইফ টাওয়ার নামে একটি বাণিজ্যিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, আজ শনিবার (৩০ মার্চ) বিকেল ৩টা ৪৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে আজ শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই শতাধিক দোকান পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউটনিটের সঙ্গে নৌ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করেন।

মন্তব্য করুন