

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানী ঢাকার বনানীতে কামাল আতাতুর্ক সড়কের ২২ তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নীকান্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য আজ শুক্রবার বা’দ জুমা ঢাকার অধিকাংশ মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ ঢাকার বেশিরভাগ মসজিদেই ইমামরা নিজ উদ্যোগে এ দোয়ার আয়োজন করেন। বনানী অগ্নীকান্ডে নিহত ও আহতদের জন্য চোখের পানি ঝড়িয়ে মুসুল্লিরা তাদের জন্য দোয়া কামনা করেন।
আমাদের বেশ কয়েকজন প্রতিবেদকও জানিয়েছেন, জুমার নামাজের পর ইমামরা মুসুল্লিদেরকে বসতে বলেন অগ্নীকান্ডে নিহতদের জন্য দোয়া করতে।
প্রসঙ্গত : বনানী এফআর টাওয়ারের অগ্নীকান্ডে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের দাবি অনুসারে ২৫জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন যদিও অনেকে নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন।