বনানীর অগ্নিকাণ্ডে জাবির সাবেক শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

মোঃ তানভীর হোসেন তাম্মান: রাজধানী ঢাকার বনানীতে আর এফ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্র নিহত হয়েছে। নিহত ওই ছাত্রের নাম আবদুল্লাহ আল ফারুক। তিনি বিশ্ববিদ্যালয়টির ২০০৫-০৬ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ও শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র ছিলেন।

আজ বৃহস্পতিবার নিহত ফারুকের পকেট থেকে উদ্ধারকৃত আইডি কার্ডে এই তথ্য পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সামন্ত লাল সেন।

আজ বৃহস্পতিবার দুপুরে আর এফ টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে চিকিৎসকরা আব্দুল্লাহ আল ফারুককে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক পুরান ঢাকার একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

মন্তব্য করুন