বনানীর এফ আর টাওয়ারে আগুন।

পাবলিক ভয়েস: রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারের আট ও নয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে এ আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

