

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় শহীদ হওয়া ৫০ জনের ৫ জন বাংলাদেশের। সেখান থেকে ২ জনের দাফন বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। বাকি ৩ জনের দাফন নিউজিল্যান্ডেই হবে। সে দুজনের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে মঙ্গলবার দিবাগত রাতে।
মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে সিংগাপুর এয়ারলাইনসের একটি এয়ার এম্বুলেন্সের একটি বিমানে করে ২ বাংলাদেশীর মরদেহ এসে পৌছেছে। যাদের মরদেহ তারা হলেন, নরসিংদির জাকারিয়া ভূইয়া ও নারায়ণগঞ্জের ওমর ফারুক। বিমানবন্দর থেকে স্বজনরা লাশ বুঝে নিয়েছেন।
নিজ নিজ এলাকায় জানাযার পর তাদের লাশ দাফন করা হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত : গত ১৩ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে স্বংংক্রিয় রাইফেলের হামলায় নামাজরত ৫০ জন মুসলমানের শহীদ হওয়ার ঘটনায় থমকে গিয়েছিল সারাবিশ্ব। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মুসলমানদের প্রতি সর্বোচ্চ সহমর্মিতা প্রকাশ করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছিল।