নিউজিল্যান্ডে সন্ত্রাসবাদী হামলায় শহীদ ২ জনের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় শহীদ হওয়া ৫০ জনের ৫ জন বাংলাদেশের। সেখান থেকে ২ জনের দাফন বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। বাকি ৩ জনের দাফন নিউজিল্যান্ডেই হবে। সে দুজনের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে মঙ্গলবার দিবাগত রাতে।

মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে সিংগাপুর এয়ারলাইনসের একটি এয়ার এম্বুলেন্সের একটি বিমানে করে ২ বাংলাদেশীর মরদেহ এসে পৌছেছে। যাদের মরদেহ তারা হলেন, নরসিংদির জাকারিয়া ভূইয়া ও নারায়ণগঞ্জের ওমর ফারুক। বিমানবন্দর থেকে স্বজনরা লাশ বুঝে নিয়েছেন।

নিজ নিজ এলাকায় জানাযার পর তাদের লাশ দাফন করা হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত : গত ১৩ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে স্বংংক্রিয় রাইফেলের হামলায় নামাজরত ৫০ জন মুসলমানের শহীদ হওয়ার ঘটনায় থমকে গিয়েছিল সারাবিশ্ব। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মুসলমানদের প্রতি সর্বোচ্চ সহমর্মিতা প্রকাশ করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছিল।

মন্তব্য করুন