৮ দফা না মানা পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

পাবলিক ভয়েস: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সু-প্রভাত পরিবহনের বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদেরে সঙ্গে যোগ দিয়েছেন নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ইনডিপেনডেন্ট ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

আগামীকাল বুধবার সকাল থেকে রাজধানীসহ সারাদেশের শিক্ষাথীদের ক্লাস বর্জন করে আন্দোলনে একাত্ব ঘোষণার আহবান। ২০১৮ সালের নিরাপদ সড়ক অন্দোলনের ধারাবাহিকতায় এই আন্দোল। দাবি আদায় না হওয়া পযন্ত কোন আশ্বাসে এই আন্দোলন থেকে সরবে না ছাত্র সমাজ। সন্ধ্যার পর আজকের মতো আন্দোলন বিরতি। আগামীকাল সকাল ৮ টা থেকে ৮ দফা দাবিতে নিরাপদ সড়ক চাই আন্দোলন লাগাতার চলবে। ঘোষণা দিয়েছেন বিইউপি শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা জানিয়েছেন ৮ দফা দাবি না নামলে তারা রাজপথ ছাড়বে না। এ দফা সমূহের মধ্যে রয়েছে দুর্ঘটনার সঙ্গে জড়িতদের বিচার, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনার স্থানে স্পিডব্রেকার, জেব্রা ক্রসিং ও ওভারব্রিজ নির্মাণ ইত্যাদি।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার পর থেকেই যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা বন্ধ করে প্রগতি সরণি এলাকায় বিক্ষোভ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে বাড্ডা-কুড়িল বিশ্বরোড সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিইউপি’র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন।

মন্তব্য করুন