শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পাবলিক ভয়েস: কোচিং নয়, কোচিং বাণিজ্য বন্ধ করতে চায় সরকার জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন না এনে হঠাৎ করে কোচিং সেন্টার বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার (১৩ মার্চ) এ মন্তব্য করেন তিনি। কোচিং সেন্টার বন্ধে মন্ত্রিসভায় পাঠানো আইনটি পুনর্বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এসময় শিক্ষামন্ত্রী জানান, আগামীকাল দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মোট ভোটার ১ কোটি ১৫ লাখ।
এছাড়া পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনের জন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

