ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ‘নুর চত্বর’ সাইনবোর্ড

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯

পাবলিক ভয়েস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনের স্থানকে নবনির্বাচিত ডাকসুর ভিপি নুরুল হক নুরের নামে ফের ‘নুর চত্বর’ ঘোষণা করে সাইনবোর্ড ঝুলানো হয়েছে। বুধবার সকালে সেখানে নুর চত্বর লেখা একটি সাইনবোর্ড ঝুলতে দেখা যায়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জুন কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করতে গিয়ে হামলার শিকার হন নুরুল হক নুর। সেদিন মারাত্মক আহত নুর এক শিক্ষকের সহায়তায় রক্ষা পান। পরবর্তীতে সে স্থানকে ‘নুর চত্বর’ ঘোষণা দিয়ে পাশের একটি গাছে সাইনবোর্ড লাগানো হয়েছিল। কিন্তু লাগানোর পরপরই সেই সাইনবোর্ড কেউ সরিয়ে নেয়।

গ্রন্থাগার ভবনের সামনের এক চা দোকানের কর্মচারীকে ‘সাইনবোর্ড কে বা কারা ঝুলিয়েছেন’ এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) এমন কোনও সাইনবোর্ড ছিল না। সকালে (বুধবার) দোকান খোলার আগে কেউ লাগিয়েছে।’ এদিকে নূর বিষয়টি নিয়ে অবগত নন বলে জানান।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ বলেন, ‘গতবছর কোটা আন্দোলনের সময় একটি সাইনবোর্ড লাগানো হয়েছিল। ওইখানেই নূরের ওপর হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ওইটা করা হয়েছিল। কিন্তু পরে সেই সাইনবোর্ড কে বা কারা সরিয়ে নেয়। আবারও কেউ নতুন করে লাগিয়ে থাকতে পারে।’

মন্তব্য করুন