মরোক্কো গেলেন ড. শিরীন শারমিন

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯
স্পিকার শিরীন শারমিন।

পাবলিক ভয়েস: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্য ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি, ইসলামিক রাষ্ট্রসমূহের সংসদীয় ইউনিয়ন) সম্মেলনে যোগ দিতে মরোক্কো গেছেন। সংগঠনটির ১৪তম সম্মেলনে যোগ দিতে গতকাল সোমবার দিনগত রাত ১টায় ঢাকা ছাড়েন তিনি।

গতকাল সোমবার (১১ মার্চ) থেকে সম্মেলনটি শুরু হয়েছে। এটি শেষ হবে ১৪ মার্চ। মরক্কোর রাবাতে এটি অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন চলাকালে স্পিকার পিইউআইসি’র ২১তম জেনারেল কমিটির সভায় যোগ দেবেন।

পিইউআইসি সম্মেলনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, এস এম শাহজাদা এমপি, সৈয়দা জাকিয়া নূর এমপি এবং মাসুদ উদ্দিন চৌধুরী এমপি অংশ নিচ্ছেন।

স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) আ ই ম গোলাম কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পিইউআইসি’র সম্মেলন শেষে আগামী ১৮ মার্চ মরক্কো থেকে দেশে ফিরবেন।

মন্তব্য করুন