‘প্রহসনের ভোট’ ভিসির বাসভবন ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

পাবলিক ভয়েস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপত্যের অভিযোগ তুলে উত্তাল ক্যাম্পাস। ইতোমধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সব প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা।

আজ সোমবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে প্রথমে প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী চারটি প্যানেলের পক্ষে এ ঘোষণা দেন। পরে পৃথক সংবাদ সম্মেলনে একই ঘোষণা দেয় ছাত্রদল।

আজ সোমবার দুপুরে এই ঘোষণার পর বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সব প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা। বিকাল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পুনঃতফসিল ও পুনঃনির্বাচন দাবি করছেন।

মন্তব্য করুন