১২ মে থেকে ‘বঙ্গবন্ধু’ স্যাটেলাইটে সব চ্যানেলের সম্প্রচার : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পবলিক ভয়েস:বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের এক বছর পূর্তির দিন আগামী ১২ মে থেকে দেশের সমস্ত টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ তিন মাস বিনামূল্যে টেলিভিশনগুলোকে এই সেবা দেবে বলেও জানান তিনি।

আজ সোমবার সচিবালয়ে সরকার ও টেলিভিশন মালিকদের সংগঠন এসোসিয়েশন অব টেলিভিশন কোম্পানী ওনার্স এটকোর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সভাপতিত্ব করেন। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকুয়েন্সি ব্যবহারের প্রথম তিনমাস বিনামূল্যে সেবা দেয়া হবে এবং পরবর্তীতে নির্দিষ্ট একটি ফি নির্ধারণ করা হবে।

এছাড়া আগামী ১ লা এপ্রিলের মধ্যে বাংলাদেশের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচার বন্ধ না করলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

এসময় এটকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবু বলেন, অনলাইন ও দৈনিক পত্রিকাগুলো যেভাবে টকশো ও ভিডিও কনটেন্ট নিজেদের অনলাইন ভার্সনে আপলোড করছে তা সম্প্রচার নীতি বিরোধী। তাই এ বিষয়ে সরকারের নজরদারীর দাবী করেন তিনি।

মন্তব্য করুন